খিলগাঁও থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার

0 479

র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত জনসাধারনকে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ০২/০১/২০২২ তারিখ রাত ৯:৪০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ১। মোঃ রিফাত (২০), সাং-খেদেরপুর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, ২। মোঃ দিপু (১৯), সাং-রোড নং-৪, থানা-খিলগাঁও, ঢাকা, ৩। মোঃ শান্ত সিদ্দিক (২২), সাং-রশিদাবাদ, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ এবং ৪। মোঃ পারভেজ (১৯), সাং-কালিকাপুর, থানা-মাদারিপুর সদর, জেলা-মাদারিপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০৪ টি সুইচ গিয়ার চাকু, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর খিলগাঁও, রামপুরা, বনশ্রীসহ আশপাশ এলাকায় পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.