ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১২

0 294

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল আজ সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ১২ জনে নয়জন হলো- কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ, রেকমত আলীর ছেলে মুতালিব (৪২), চর বক্তাবলী এলাকার রাজুর ছেলে ছাব্বির (১৮), মধ্য চরের সোহেলের স্ত্রী জেসমিন আক্তার (৩৬), বিল্লাল হোসেন, সোহেলের ছেলে তামিম, মেয়ে তাসফিয়া (২), মোতালেব, আব্দুল্লাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন, আমরা নয়জন নিখোঁজের তালিকা পেয়েছি। উদ্ধার কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.