বাসের ধাক্কায় শাশুড়ি-জামাতা নিহত
লাকসাম হাইওয়ে ফাঁড়ির এসআই মো. জসীমউদ্দিন জানান, নোয়াখালী থেকে কুমিল্লায় আসা বিআরটিসির একটি বাস কালিয়াচৌ এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন দুজন। মরদেহ দুটি লাকসাম হাইওয়ে থানায় রাখা হয়েছে।
কুমিল্লার লাকসামে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৫০ বছর বয়সী বাহার মিয়া ও তার শাশুড়ি। শাশুড়ির নাম এখনও জানা যায়নি। তারা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।
লাকসাম হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসীমউদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নোয়াখালী থেকে কুমিল্লায় আসা বিআরটিসির একটি বাস কালিয়াচৌ এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন দুজন। মরদেহ দুটি লাকসাম হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এসআই বলেন, ‘স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’