করোনায় আক্রান্ত অভিনেত্রী মিথিলা

0 183

নতুন বছরের শুরুতেই অভিনেত্রী মিথিলার স্বামী টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি করোনায় আক্রান্ত হন। এরপর জানা যায়, তার একমাত্র কন্যাও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বামী ও সন্তানকে কোয়ারেন্টাইনে রেখে নিজে থাকছিলেন আলাদা। এবার নিজেও করোনায় আক্রান্ত হলেন মডেল-অভিনেত্রী মিথিলা।

আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মিথিলা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন ধরেই শরীর খারাপ বোধ করছিলেন তিনি। করোনার লক্ষণগুলোও ছিল। তবে গেল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে রিপোর্টে আসে পজিটিভ। সবার কাছে দোয়া চান মিথিলা।

মিথিলা জানান, করোনায় আক্রান্ত হলেও এই মূহুর্তে তার তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে তার হালকা ঠাণ্ডা ও কাশি আছে। দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন মিথিলা।

এর আগে নতুন বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে। করোনা টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.