যমজ এক শিশুর মৃত্যুতে হাসপাতালের মালিক আটক

0 344

বিল পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জের ধরে চিকিৎসাধীন ‘যমজ দুই শিশুকে বের করে দেওয়ার’ পর তাদের একজনের মৃত্যুর ঘটনায় ঢাকার শ্যামলীর বেসরকারি এক হাসপাতালের মালিককে আটক করেছে র‌্যাব।

গোলাম সারওয়ার নামে ওই ব্যক্তিকে গত শুক্রবার সকালে শ্যামলী থেকে আটক করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন।

এর আগে র‌্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, বিকালে সাড়ে ৪টায় কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এতে বলা হয়, শ্যামলীর ওই বেসরকারি হাসপাতালে ‘বিল পরিশোধ সংক্রান্ত বিষয়ক দ্বন্দ্বে চিকিৎসাধীন যমজ শিশুকে জোর করে বের করে দেওয়ার’ পর আহমেদ নামে এক শিশুর মৃত্যু ও অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়। এঘটনায় ওই হাসপাতাল মালিককে আটক করা হয়।

 

সাভারের বাটপাড়া রেডিও কলোনির বাসিন্দা আয়েশা বেগম ছয় মাস বয়সী দুই যমজ শিশু আব্দুল্লাহ ও আহামেদের চিকিৎসার জন্য ওই হাসপাতালে যান। তার স্বামী কুমিল্লার হোমনার জামাল সৌদি আরবে থাকেন। গত বৃহস্পতিবার বিকালে শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একটির মৃত্যু হয়।

আয়েশা বেগমের দাবি, গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের বের করে দেওয়া হয় এবং শাহিন নামে একজনের মাধ্যমে তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথে একটি শিশুর মৃত্যুর পর অন্যটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমার বাংলাদেশ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, এই হাসপাতালের গাফলতির কারণে তার এক শিশু মারা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ‘আমার বাংলাদেশ হাসপাতাল’ নামে ওই হাসপাতালে দায়িত্বরত এক কর্মী বলছেন, ‘স্বেচ্ছায়ই’ ওই শিশু দুটিকে নিয়ে গিয়েছিলেন তাদের মা।

 

Leave A Reply

Your email address will not be published.