দুই কিশোরীকে গণধর্ষণের মূল আসামিকে গ্রেপ্তার

0 212

 

ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলপড়ুয়া গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি রিয়াদসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। মূল আসামি রিয়াদকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। আর মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার দুপুর ১২টায় এ নিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, খন্দকার আল মঈন।

গত শুক্রবার রাতে ময়মনসিংহ ও গাজীপুর জেলা থেকে অভিযান চালিয়ে ডিবি এ পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুই কিশোরীর মধ্যে একজনের বাবা গত ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় দলবদ্ধ ধর্ষণের মামলা করেন।

পুলিশ সূত্র জানা যায়, ২৭ ডিসেম্বর রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি গ্রামে দুই কিশোরীকে আটকে হত্যার ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন কিছু তরুণ। পরে ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর বাবা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাতে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন শরীফ, মিয়া হোসেন, মিজান, রোকন ও হামিদ। মামলার প্রধান আসামি রিয়াদ। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদসহ ছয় আসামির গ্রেপ্তারের খবর প্রকাশিত হলেও রিয়াদকে তারা (ডিবি পুলিশ) গ্রেপ্তার করেনি বলে জানানো হয়।

 

Leave A Reply

Your email address will not be published.