নিজের দায়ের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ

0 198

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের দায়ের করা মামলায় পুলিশ সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাবুল আক্তারকে গ্রেপ্তারের আবেদন করেন।

বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বাবুল। এ ঘটনায় দুই মামলা আদালতে চলতে পারে না। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাবো।

এ ঘটনায় বাবুলের নিজের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ২ জানুয়ারি আবেদন করে পিবিআই।

আজ রোববার এ বিষয়ে শুনানি শেষে আবেদন গ্রহণ করে নিজের মামলায় তাকে গ্রেফতার দেখান আদালত। তবে বাবুলের নিজের ও তার শ্বশুরের করা মামলার তদন্ত একই সাথে চলবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। এই মামলাতেই এখন তাকে গ্রেফতার দেখানো হলো।

Leave A Reply

Your email address will not be published.