সিলেটে আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ!
সিলেটে আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। মৃত্যুর মিছিলে লাগাম থাকলেও প্রতিদিন বাড়ছে সংক্রমণের হার। গেল ডিসেম্বরের পুরো মাসে যেখানে করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন ১০৬ জন, সেখানে চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনের মধ্যেই শনাক্ত হয়েছেন ১৪৫ জন! এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ জন।
৬৬৭ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৮০। রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার গত প্রায় চার মাসের মধ্যে সর্বোচ্চ! স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। ৫ জানুয়ারি সংক্রমণের উল্লম্ফন দেখা যায়। সেদিন সংক্রমণের হার ছিল ৩.১৪ ভাগ।
এরপর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ এবং ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ ছিল সংক্রমণের হার। এসব ছাপিয়ে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সংক্রমণের হার দাঁড়িয়েছে প্রায় ৫ ভাগে।