চট্টগ্রামের যেসব স্থানে বুধবার বিদ্যুৎ থাকবে না

0 345

চট্টগ্রামের মোহরার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, আগামী বুধবার (১২ জানুয়ারি) নির্দিষ্ট সময় পর্যন্ত জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

আজ মঙ্গলবার ( ১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের মোহরার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান: ১২ জানুয়ারি ২০২২ (বুধবার)সকাল ৭টা থেকে বিকেল ৪টা:

বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ৩৩ কেভি সার্কিট-০১, ১১ কেভি মোহরা-০২, ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় পশ্চিম মোহরা, ধূপ পোল, বনিক পাড়া, পশ্চিম কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী, পূর্ব শিকারপুর ইউনিয়ন, রশিদ বাড়ী, মদুনাঘাট, দক্ষিণ মাদার্শা, চিনার পোল, রহমানিয়া সেতু এলাকা।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.