করোনা সংক্রমণে রেড জোনে ঢাকা ও রাঙামাটি
শীত বাড়ার সাথে সাথে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। ইতোমধ্যে ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া মধ্যম পর্যায়ের হলুদ জোনে রয়েছে রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিরহাট, যশোর এবং দিনাজপুর এই ৬টি জেলা। গ্রিন জোনে রয়েছে ৫৪টি জেলা। অপরদিকে খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদফতর।
আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে। আর রেড জোনে থাকা ঢাকা ও রাঙামাটি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ শতাংশ।
এদিকে সারাদেশে গত একদিনে নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সরকারি, বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন করে ২৪৫৮ জনকে নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে।