ফোন পানিতে পড়লে যা করবেন, যা করবেন না

0 228

হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত আপনার মোবাইলটি বালতির পানিতে বা কখনো বেসিনে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার বৃষ্টিতে কিংবা অন্য কোনভাবে মোবাইলটা একেবারে ভিজে যেতে পারে। এক্ষেত্রে যা করতে হবে আর যে কাজ অবশ্যই করবেন না তা জেনে নিন-

যা করবেন :

  • অল্প পানি পড়লেও ফোন বন্ধ করে দিন।
  • ফোনের ব্যাটারি, সিম কার্ড সবটা খুলে রাখুন।
  • মসলিন কাপড় বা টিস্যু দিয়ে সেগুলো মুছে রেখে দিন।
  • বাড়িতে ইলেকট্রনিক্স বাল্ব থাকলে, তার সামনে ব্যাটারি, ফোন, সিম কার্ড শুকিয়ে নিন।
  • ফোনের স্পিকারেও পানি যাওয়ার সম্ভাবনা থাকে। সেটিও বাল্বের সামনে রেখে দিয়ে শুকিয়ে নিন।
  • পানি শুকিয়ে গেলেও সারারাত ফোন বন্ধ করে রেখে দিন।

যা করবেন না :

  • পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে অতিরিক্ত গরমে ফোনের ভেতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
  • ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িতাহত হওয়ার ভয় রয়েছে।
  • আপনার ভেজা ফোনটি ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
  • ভেজা ফোনটি ব্যবহার না করে সবার আগে সেটিকে সুইচ অফ করতে হবে।
  • পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয়ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
  • ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সবিস্তারে জানান। আপনার ফোনে কতটা পানি ঢুকতে পারে, ফোনটি কিভাবে পানিতে পড়ে গেল সে বিষয়ে জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরো অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।
  • ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
Leave A Reply

Your email address will not be published.