রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ গ্রেপ্তার

0 265

চট্টগ্রামের রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিন ইমু ওরফে আজিজ্যাকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আজিজের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।গ্রেপ্তার আজিজ রাউজান উপজেলার হরিষখাঁন গ্রামের মৃত বজল আহম্মদের ছেলে।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় তাকে গ্রেপ্তার করেছেন নগরীর আকবর শাহ্ থানার একে খাঁন এলাকা থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ২০১৫ সালের রাউজান-রাঙামাটি সড়কের চারাবাটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) গুলি করে হত্যা করে দুস্কৃতিকারীরা।এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।এ মামলায় এক নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ হত্যায় জড়িতরা বিদেশে পালিয়ে যায়। বিদেশ থেকেই আজিজ তার বাহিনীকে পরিচালনা করতো। এ ঘটনায় র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়ন্দা নজরদারি করে।

গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৫টায় আকবর শাহ্ থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজ উদ্দিন ওরফে আজিজ কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে অজিজ।

Leave A Reply

Your email address will not be published.