নাসিক নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ নির্দেশনা
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিশ্চিতে পাঁচ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব শাহে এলিদ মাইনুল আমিন নির্দেশনাটি দেন।
নির্দেশনাগুলো হলো-
১. আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা।
২. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা।
৩. নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন।
৫. অবৈধ অনুপ্রেবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ।
নির্দেশনাগুলো নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, আনসার ও ভিডিপি-এর মহাপরিচালক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলা হয়েছে।
জানা গেছে, ১৪ জানুয়ারি থেকে মাঠে নামবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ভোটের দু’দিন পর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।