শুক্রবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

0 207

আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রামের কালুরঘাট, খুলশী, স্টেডিয়াম ও পটিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কালুরঘাট, খুলশী, স্টেডিয়াম ও পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান: ১৪ জানুয়ারি ২০২২ (শুক্রবার)
সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার ষোলশহর-০৩, মুরাদপুর-৪, এবং খুলশী-০৯ ও খুলশী-০৫ এর আওতায় ফরিদারপাড়া, খতিবের হাট, মোহাম্মদপুর, সুন্নিয়া মাদ্রাসা, নাজিরপাড়া, সিটি ভিউ আ/এ, শ্যামলী আ/এ, ইসমাইল কলোনি, লিভার সোসাইটি, ফরিদাপাড়া কাঁচা বাজার, মুরাদপুর, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ও,আর, নিজাম রোড আবাসিক এলাকার রোড নং-০১,০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭,০৮,০৯, ১০ কর্ণফুলী গ্যাস কোম্পানী, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওসান সিটি, ওয়েল পার্ক, মেরিডিয়ান হোটেল, কামাল স্টোর, জিইসি মোড় (আংশিক), মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ, মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইকুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন, মুরাদপুর মোড়, ফরেস্ট এরিয়া, পিলখানা, রেলগেইট, গরুর বাজার, বশর মার্কেট, নিউ চান্দগাঁও আ/এ, বহদ্দারহাট কাঁচা বাজার, গ্রামীণ ব্যাংক গলি, সুগন্ধার আংশিক এবং তৎসংলগ্ন ও আশপাশ এলাকা।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-খুলশী এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি মুরাদপুর-০৫ ও মুরাদপুর-০৯ নং ফিডার এর আওতায় ও.আর.নিজাম রোড আবাসিক এলাকার রোড নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০ কর্ণফুলী গ্যাস কোম্পানী, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওসানসিটি, ওয়েল পার্ক, মেরিডিয়ান হোটেল, কামাল স্টোর, জিইসি মোড় (আংশিক), মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ এবং মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইকুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন এবং তৎসংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম ও এর আওতধীন ১১ কেভি এইচ-১৪ (আংশিক) এর আওতায় সার্সন রোড, বিপিসি বাংলো, ব্যাটারী গলি, ফার্নিচার মার্কেট, হেমসেন লেন, আসকারদিঘী, কাজীর দেউরী ও আশপাশ তৎসংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা: বিতরণ বিভাগ-পটিয়া ও এর আওতাধীন ৩৩ কেভি জিআইএস বাস এর কাজ ১৩২/৩৩ কেভি ৪৮/৬৪ এমভিএ পাওয়ার ট্রান্সফার টিআর-২। বি.দ্র. নতুন ৩৩ কেভি জিআইএস বাস ৩৩ কেভি বাস কাপলার এর সাথে সংযোগ করেন এবং অক্সিলারী টি আর ২ এর জন্য GIS ব্রেকার স্থাপন।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.