নীলক্ষেতে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ
চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ চার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রাখা চাকরিপ্রত্যাশীদের বেধড়ক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
আজ বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনরতদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এর আগে আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, সকল আবেদন ফি ১০০ টাকা করাসহ চারটি দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রত্যাশীরা।
জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় নীলক্ষেত মোড়ে সকল চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন একদল চাকরিপ্রত্যাশী। দুপুরে রাস্তায় যানজট সৃষ্টি হলে এক পর্যায়ে পুলিশ তাদের আন্দোলন প্রত্যাহার করে চলে যেতে বলেন। আন্দোলনকারীরা না সরলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা আবার জড়ো হলে পুলিশ তাদের লাঠিচার্জ করে।
ঘটনা নিয়ে নিউমার্কেট থানার ওসি(ভারপ্রাপ্ত) স ম কাইয়ুম বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ রয়েছে। সেটি জানিয়ে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে চলে যাওয়ার জন্য আমরা ৪৫ মিনিট সময় দিই। পরে আরও বাড়িয়ে সময় দেয়া হয়। তারপরও তারা না যাওয়ায় জনদুভোর্গ কমাতে আমরা তাদের উপর অ্যাকশন নিতে বাধ্য হই।
আন্দোলনকারীদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ সেখানে তাদের বাঁধা দেয়। এছাড়াও তাদের এক অংশ মিরপুর ১০ চত্ত্বরে অবস্থান নিলে সেখান থেকেও পুলিশ তাদের হটতে বাধ্য করে।