ফেসবুকে নারীর ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

0 369

পূর্বপরিচিত এক নারীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবি ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে রবিউল আউয়াল (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রবিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল বাঁশখালী থানার দক্ষিণ সাধনপুর এলাকার দিদারুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গত ৬ ডিসেম্বর এক ভুক্তভোগী স্ত্রীর সাথে রবিউলের ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন রবিউল নিজে। ছবির সঙ্গে রবিউল তার স্ত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বাক্য লিখেছেন। এই ঘটনায় ভুক্তভোগী ৯ জানুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এদিন র‌্যাবের কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ঘটনার দায় স্বীকার করেছেন। রবিউল র‌্যাবকে জানিয়েছেন, অভিযোগকারীর স্ত্রী তার পূর্ব পরিচিত। পরিচিত হওয়ার কারণে ভিকটিমের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ছিল। স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য রবিউল সেসব ছবি পোস্ট করেছেন।

Leave A Reply

Your email address will not be published.