ভোলায় রাস্তার পাশে মিললো হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন

0 208

ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল মহাসড়কের রাস্তার পাশে একটি শকুন উদ্ধার করা হয়েছে। এটি বিলুপ্ত হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন বলে জানিয়েছেন বন্যপ্রাণী কর্মকর্তা।

গত রোববার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি এলাকা থেকে শকুনটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় কবির ও আবুল বাশার জানান, দুপুরের দিকে শকুনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ মহাসড়কের পাশে পড়ে যায়। শকুনটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে বনবিভাগকে খবর দিলে তারা এসে এটি উদ্ধার করেন।

ভোলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শকুনটি খাবারের সন্ধানে পথ হারিয়ে উড়তে উড়তে দুর্বল হয়ে নিচে পড়ে যায়। আমরা এটিকে খাবার ও চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি। সুস্থ হলে অবমুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, এটির নাম হিমালয়ান গৃধিনী ভালচার। এ শকুন হিমালয় ও পাহাড়ি অঞ্চলে থাকে। বিলুপ্ত প্রজাতির শকুন এটি।

ভোলা বন বিভাগের বণ্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আরও জানান, এ বছর ভোলা জেলা থেকে বিলুপ্ত দুটো শকুনই উদ্ধার করা হলো।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী ভোলার লালমোহন থেকে মহাবিপন্ন হিমালয়ান গৃধিনী ভালচার প্রজাতির শকুন উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ। পরদিন চরফ্যাশন রেঞ্জের চরকচ্ছপিয়া এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে সেই শকুনটি অবমুক্ত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.