চট্টগ্রাম-সিলেট ফ্লাইটে ১৫ শতাংশ ছাড় বিমানের

0 181

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ দুটি শহর চট্টগ্রাম ও সিলেটকে যুক্ত করে ফ্লাইট ঘোষণা করেছে । এবার এই রুটের যাত্রীদের জন্য ১৫ শতাংশ ছাড় দিয়েছে তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের যাত্রীদের বেজ ফেয়ারের (মূল ভাড়া) উপর ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়ে টিকিট কিনে যাত্রীরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।

এর আগে ২০২২ সালের ৮ জানুয়ারি থেকে এই রুটে দেশের একমাত্র এয়ারলাইন্স হিসেবে প্রথমবারের মতো ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বিমান জানায়, ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দুইদিন বুধবার ও শনিবার চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চলাচল করছে। এই দুইদিন বেলা ১১টা ১৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১ ঘণ্টা ২০ মিনিটে সিলেটে পৌঁছায়। একই ফ্লাইট সিলেট থেকে দুপুর ১টায় রওনা হয়ে ২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের সম্মানিত যাত্রীগণকে অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গত ০৮ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে পুনরায় চালু হওয়া সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটের টিকেটের মূল ভাড়ার উপর ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বিমান কর্তৃপক্ষ। উক্ত ছাড় আগামী ২২ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত মূল ভাড়ার উপর প্রযোজ্য হবে।

সপ্তাহে প্রতি বুধবার ও শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১১ সকাল ১১:১৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছায় দুপুর ১২:৩৫ টায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৫১২ প্রতি বুধবার ও শনিবার দুপুর ০১:০০ টায় ছেড়ে যেয়ে চট্টগ্রাম পৌঁছায় দুপুর ০২:২০ টায়।

এই রুটে যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪২০০ টাকা। ফিরতি ভাড়া (রিটার্ন) ৮৪০০ টাকা। অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলের জন্য যাত্রীর জাতীয় পরিচয়পত্র অথবা ছবিসহ পরিচয়পত্র প্রদর্শন করতে হয়।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.