চট্টগ্রামে আরও ৯৮৯ জন শনাক্ত, মৃত্যু ১
চট্টগ্রামে নতুন করে আরও ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
আজ বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৩৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮২৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬০ জনের মধ্যে সাতকানিয়ায় ১০, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৯, পটিয়াতে ৩, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ২২, রাউজানে ১১, হাটহাজারীতে ৫১, ফটিকছড়িতে ১০, মিরসরাইয়ে ১৩ ও সীতাকুণ্ড উপজেলার ২০ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৮ হাজার ২৬৭ জন। বাকি ২৯ হাজার ১৭৯ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৭ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের।