খাগড়াছড়িতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল পিতা-পুত্রের
খাগড়াছড়ির গুইমারায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিতা-পুত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
আজ বুধবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বুদংপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকছড়ির গোদারপাড় এলাকায় জীবন চন্দ্র মজুমদার (৪৮) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১০)। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ি যাচ্ছিল। মানিকছড়ি থেকে দুই যাত্রী ট্রাকটিতে ওঠে। ট্রাকটি গুইমারার বুদংপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকে থাকা দুইজন নিহত ও চালকসহ দুইজন আহত হয়। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লাশ দুটি উদ্ধার করে পুলিশ মাটিরাঙ্গা থানায় নিয়ে আসে।