চট্টগ্রামে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

0 200

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চকবাজার, বাকলিয়া, আকবরশাহ ও পতেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা, ফাহমিদা আফরোজ ও জিসান বিন মাজেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্কবিহীন চলাফেরা করায় ১৫ জনকে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave A Reply

Your email address will not be published.