চট্টগ্রামে হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্ত

0 257

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত একজন হয়ে মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯৩০ জন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২১০ জনের মধ্যে সাতকানিয়ায় ২২, বাঁশখালীতে ৯, আনোয়ারায় ২৮, চন্দনাইশে ৩, পটিয়াতে ৩, বোয়ালখালীতে ১৮, রাঙ্গুনিয়ায় ৩৩, রাউজানে ৩৭, হাটহাজারীতে ১৯, ফটিকছড়িতে ১৩, মিরসরাইয়ে ১৮, সীতাকুণ্ডে ৩ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৯৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৬ জন, শেভরন হাসপাতাল ১১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯৭ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৯ হাজার ৮৩১ জন। বাকি ২৯ হাজার ৫৬২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.