চট্টগ্রামের যেসব স্থানে শনি, রবি ও সোমবার বিদ্যুৎ থাকবে না

0 437

শনি, রবি ও সোমবার (২২, ২৩ ও ২৪ জানুয়ারি) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রামের রামপুর, খুলশী, বাকলিয়া, কালুরঘাট, ষোলশহর, মোহরা, স্টেডিয়াম, হালিশহর, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের রামপুর, খুলশী, বাকলিয়া, কালুরঘাট, ষোলশহর, মোহরা, স্টেডিয়াম, হালিশহর, খাগড়াছড়ি ও রাঙামাটির আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
২২ জানুয়ারি ২০২২ (শনিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং-০৩ এবং ০৪ রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফিডার নং-এইচ/০৩ এর সবুজবাগ, শ্যামলী, গ্রীণভিউ, আব্দুপাড়া, শাপলা আ/এ, হালিশহর এ-ব্লক (আংশিক), ফিডার নং-এইচ/০৪ এর আওতাধীন নয়াবাজার, মধ্যম রামপুর, ধোপাপাড়া, ঈদগাঁ, বরফকল, বড়পুকুরপাড়, হাজার দিঘিরপাড়া, কেতুরা মসজিদ, খাজা হোটেল, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ, নুহা একাডেমী, শিশু একাডেমী ও তাসফিয়া এর আশপাশ এলাকা।

সকাল ৬টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-খুলশী এর আওতাধীন জালালাবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি জালালাবাদ-০১ এবং জালালাবাদ-০৪ (আংশিক), মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি মুরাদপুর-০৫, ০৯ নং ফিডার এর আওতায় নাসিরাবাদ হা/সো, নাসিরাবাদ হিলভিউ আ/এ, মিমি সুপার মার্কেট, আফমী প্লাজা, সানন্দা আ/এ এবং ষোলশহর রেল স্টেশন, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, শিক্ষা অফিস এবং ও, আর নিজাম রোড আবাসিক এলাকার রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কর্ণফুলী গ্যাস কোম্পানী, চিটাগাং শপিং কমপ্লেক্স, সানমার ওসান সিটি, ওয়েল পার্ক, মেরিডিয়ান হোটেল, কামাল স্টোর, জিইসির মোড় (আংশিক), মসজিদ গলি, পূর্বকোণ অফিস, সিডিএ এভিনিউ এবং মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, ইকুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন এবং তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের বাকলিয়া ১১ কেভি এইচ/০৩ নং ফিডার এর আওতায় আহাদ কনভেনশন থেকে চান্দগাঁও থানা পর্যন্ত রাস্তার পূর্ব পাশ, শাহ ওয়ালিউল্লাহ আবাসিক, নুর নগর, সুরভী আবাসিক, চান্দা পুকুরপাড়, বড় কবরস্থান, পুলিশ বিট, ওয়াজের পাড়া।

সকাল ৭টা থেকে সকাল ১০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-বাকলিয়া এর আওতাধীন ৩৩/১১ কেভি বাকলিয়া উপকেন্দ্রের বাকলিয়া ১১ কেভি এইচ/০২ বাকলিয়া ১১ কেভি এইচ/১০ নং ফিডার এর আওতায় চকবাজার, কাপাসগোলা, উর্দুগলি, তেলপট্টি রোড, সিরাজদৌলা, ওমর আলী মাতবর রোড, বাদশা চেয়ারম্যানঘাটা, মফিজুর রহমান আবাসিক, বহদ্দারবাড়ি, এয়ার মোহম্মদ লেইন, ভোলাশাহ মাজার রাহাত্তরপুল, কুইন্সক্লাব, ফুলকলি, শাহ আমানত হাউজিং, বহদ্দার বাড়ি, মেয়র বাড়ি, বাড়ইপাড়া, কাশবন বহদ্দারহাট।

সকাল ৬টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-কালুরঘাট এর আওতাধীন মুরাদপুর-বাকলিয়া ৩৩ কেভি সার্কিট: মুরাদপুর-১, ২ ৪, ৭ ৮ (ওয়াসা) ও ১০নং ফিডার শুলকবহর, পাখির দোকান, ভরাপুকুর পাড়, মির্জাপুল, এলুমিনিয়াম গলি, রওশন বোর্ডিং, মুরাদপুর, মুরাদুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশন গলি, মির্জাপুল, শুলকবহর মাদ্রাসা, সুফি বাড়ি, জলিল বিল্ডিং, মুরাদপুর, মোড়, খলিল হাজির বাগান বাড়ি, রওশন বোর্ডিং, চান্দগাঁও আ/এ, এ-ব্লক, বি-ব্লক, চন্দ্রিমা আ/এ, মোহাম্মদপুর, ফরিদাপাড়া, খতিবের হাট, কালারপোল, সিদ্দিক মার্কেট, নাজির পাড়া, শ্যামলী আ/এ, সিটি ভিউ, সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন, ইসমাইল কলোনি, লিডার সোসাইটি, ফরিদাপাড়া কাঁচা বাজার, হাদু মাঝি পাড়া, আবদূরপাড়া, হাজীপাড়া, ডালিপাড়া, শমসেরপাড়া, হাজির পোল, বহদ্দারহাট, বহদ্দার বাড়ি হারে শাহ গলি, জঙ্গি শাহ লেইন, আল মাদানী রোড, বড় গ্যারেজ, হক মার্কেট, বাদুরতলা, আরাকান রোড, বড় গ্যারেজ, কালুরঘাট বেতার কেন্দ্র, স্বাধীনতা পার্ক, র্যাব অফিসের বিপরীতে, পানি উন্নয়ন রোর্ড এবং এর আশপাশ এলাকা।

সকাল ৬টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ- ষোলশহর এর আওতাধীন ৩৩ কেভি হাটহাজারী সার্কিট-২, অক্সিজেন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন অক্সি-০১, অক্সি-১৪, অক্সি-১৪, ৩৩/১১ কেভি ষোলশহর উপকেন্দ্রের আওতাধীন ষোল-০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮ ও মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদ-০৩ নং ফিডারের আওতায় ড্রাইভার কলোনি, বায়েজিদ বোস্তামি(রাঃ) মাজার, বায়েজিদ আ/এ, বার্মা কলোনি, আরেফিন নগর, তারা গেইট, সাউদার্ন ইউনিভার্সিটি, বসতী নগর, ছিন্নমূল, আলী নগর, ওমেন ইউনিভার্সিটি ও তৎসংলগ্ন এলাকা সমূহ, সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান ও পার্শ্ববর্তী এলাকা সমূহ, ক্যান্টনমেন্ট আন্ডারগ্রাউন্ড লাইন, বায়েজিদ এলাকা, ক্লিপটন গার্মেন্ট, রেনেস্কো গার্মেন্টস, এম,কে, স্টীল ও পার্শ্ববর্তী এলাকা সমূহ, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, মাজার গেট, ভুলিয়া পাড়া, বাথুয়া ও তৎসংলগ্ন এলাকা সমূহ, বিসিক বায়েজিদ শিল্প এলাকা, চা-বোর্ড, বায়েজিদ আ/এ ও পার্শ্ববর্তী এলাকাসমূহ, জালালাবাদ এলাকা হইতে নতুন পাড়া পর্যন্ত শিল্প প্রতিষ্ঠান সমূহ, গাউছিয়া আ/এ, গ্রীন ভিউ আ/এ, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, দেলোয়ার কোম্পানির বাড়ি ফকির টিলা, মির্জা পাড়া, মুরাদনগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি ও সংলগ্ন এলাকা সমূহ, নতুন পাড়া, কাঁঠাল বাগান রোড, তুফানী রোড, চিকনদন্ডী, পূর্ব কুলগাঁও, কুলগাঁও আ/এ, বালচিড়া, বালুচড়া আ/এ, কাশেম ভবনসহ তৎসংলগ্ন এলাকা, সামার হিল, খ্রিস্টান কবরস্থান, পিলখানা, ফরেস্ট গেট, ১নং রেল গেইট, মুরাদপুর ও সংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ৩৩ কেভি মোহরা ওয়াসা, ১১ কেভি মোহরা-০৪, ১১ কেভি কালুরঘাট-১৬ (ওয়াসা এক্সপ্রেস) নং ফিডার এর আওতায় কাজীর হাট, কামাল বাজার, মৌলভী বাজার, ওয়াসা রোড, উত্তর মোহরা, একে খান বাড়ি, মধ্যম মোহরা, কালুরঘাট এলাকা।

সকাল ৬টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন ৩৩/১১ কেভি মুরাদপুর উপকেন্দ্রের ১১ কেভি ফিডার কে-০৬ এর আওতাধীন পাঁচলাইশ আ/এ, কাতালগঞ্জ আ/এ, শুলকবহর, মুন্সী পুকুর পাড়, লাকী ফার্মেসী, আলমাদানি রোড, আহমদ মিয়া প্রাইমারি স্কুল, প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ পূর্ব ও পশ্চিম গেট তদসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-হালিশহর এর আওতাধীন হালিশহর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও পতেঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় পতেঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি পতেঙ্গা ১৮ নং ফিডার।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ-খাগড়াছড়ি এর আওতাধীন ঠাকুরছড়া-খাগড়াছড়ি ৩৩ কেভি লাইনসহ সংশ্লিষ্ট ৩৩ কেভি বাস এর আওতায় খাগড়াছড়ি পাবর্ত্য জেলার আওতাধীন খাগড়াছড়ির সদর উপজেলাধীন সমগ্র এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ-খাগড়াছড়ি এর আওতাধীন খাগড়াছড়ি ৩৩ কেভি লাইন এর আওতায় মহালছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সমগ্র এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ-খাগড়াছড়ি এর আওতাধীন খাগড়াছড়ি-দীঘিনালা ৩৩ কেভি লাইন এর আওতায় খাগড়াছড়ি পাবর্ত্য জেলার আওতাধীন দীঘিনালা উপজেলাধীন সমগ্র এলাকা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু ও বাঘাইছড়ি উপজেলাধীন সমগ্র এলাকা এবং সাজেক এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিতরণ বিভাগ-রাঙামাটি এর আওতাধীন ৩৩ কেভি মাজের বস্তি সোর্স লাইন ও ৩৩ কেভি ইন্টারকানেক্টর লাইন এর আওতায় মাঝের বস্তি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকা যেমন-মাঝের বস্তি, সিম্বিভবন এলাকা, তবলছড়ি, ওয়াপদা কলোনি, এডিসি হিল, দেওয়ান পাড়া, পর্যটন এলাকা, স্বর্ণটিলা, ওমদামিয়া হিল, আনন্দ বিহার এলাকা, আপার রাঙামাটি, ডিসি বাংলো এলাকা, রিজার্ভ মুখ, রিজার্ভ বাজার, শরিয়তপুর, ইসলামপুর, পুরাতন বস্তি, জালিয়া পাড়া, ০১ ০২ নং পাথরঘাটা পুরাতন বাস স্টেশন, শান্তি নগর, বনরুপা, কাঠালতলী, আলম ডক ইয়ার্ড, বলপিয়া আদাম, হ্যাপি মোড়, চম্পক নগর, রাঙ্গাপানি, ভেদভেদী পাড়া, মানোঘর, মনতলা, যুব উন্নয়ন এলাকা, আসাম বস্তি খিপ্পা পাড়া, তংচগ্যা পাড়া, বিলাইছড়ি পাড়াসহ ইত্যাদি এলাকা।

২৩ জানুয়ারি ২০২২ (রবিবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং-০৫ এবং ১০ রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফিডার নংএইচ/০৫ এর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ড, পিসি রোড পশ্চিম, হালিশহর ব্ল-জি, ব্লকএইচ, নিউ আই ব্লক, নিউ এ-ব্লক খানবাড়ী, সবুজবাগ (আংশিক), ফিডার নং-এইচ/১০ এর আওতাধীন এ- ব্লক (পূর্ব পার্শ্ব), বি-ব্লক, ফুল চৌধুরীপাড়া, গলিচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাসপাড়া (বিহারী কবরস্থান), নয়াবাজার (তায়েফ)-এর আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ৩৩ কেভি সার্কিট-০১, ৩৩ কেভি মোহরা-অনন্যা সার্কিট-১১ কেভি মোহরা-০২, ১১ কেভি মোহরা-১১ নং ফিডার এর আওতায় পশ্চিম মোহরা, ধূপ পোল, বনিক পাড়া, পশ্চিম কুয়াইশ, ভরা পুকুর নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী, পূর্ব শিকারপুর ইউনিয়ন, রশিদ বাড়ি, মদুনাঘাট, দক্ষিণ মাদ্রাসা, চিনার পোল, রহমানিয়া সেতু এলাকা।

২৪ জানুয়ারি ২০২২ (সোমবার)
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর ৩৩/১১ কেভি রামপুর উপকেন্দ্রের ফিডার নং-০২ এবং ০৯ রামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফিডার নংএইচ/০২ এর মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, নাথপাড়া, আব্বাসপাড়া (আংশিক), সুন্দরীপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, সিএসড়ি। গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক শিক্ষা কলেজ, বড়পোল, জি-ব্লক, ফিডার নং-এইচ/০৯ এর এজিই (আর্মি) হালিশহর আর্টিলারী সেন্টার ও স্কুল ও পরিচালক, রিজিয়ন কমান্ডার, বিজিবি, হালিশহর, চট্টগ্রাম এর আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরা এর আওতাধীন ৩৩ কেভি সার্কিট-০৩, ৩৩ কেভি অনন্যা সার্কিট এবং ১১ কেভি অনন্যা-০৩ নং ফিডার এর আওতায় ধূপ পোল, কুয়াইশ, ভরা পুকুর, নজুমিয়ার হাট, বুড়িশ্চর ইউনিয়ন, বুড়িশ্চর বাজার, তেতুল তলা, দক্ষিণ বুড়িশ্চর, রশিদ বাড়ি, খালেকের হাট এলাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা: বিতরণ বিভাগ-খাগড়াছড়ি এর আওতাধীন খাগড়াছড়ি-মাটিরাঙ্গা ৩৩ কেভি লাইন এর আওতায় খাগড়াছড়ি পাবর্ত্য জেলার আওতাধীন মাটিরাঙ্গা উপজেলাধীন সমগ্র এলাকা।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

 

Leave A Reply

Your email address will not be published.