ইরাকে ঘুমন্ত ১১ সেনাকে হত্যা
ইরাকের সেনাবাহিনীর একটি ব্যারাকে ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীরা।
গত শুক্রবার, ২১ জানুয়ারি দেশটির দিয়ালা প্রদেশে আল-আজিম জেলায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে এবং ঘুমন্ত সেনাদের গুলি করে। ঘটনার পরপর তারা পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে। এছাড়া ঘটনার পর ওই স্থানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।