কোভিড টেস্ট করাতে আর্মি স্টেডিয়ামে আসুন
খরচ কম, সুশৃঙ্খল এবং সর্বোচ্চ মান পাবেন। স্টেডিয়াম চত্ত্ব¡র বিশাল, অনেক গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং কোভিডের ক্ষেত্রে অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশ।
অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানেন না বলে বিভিন্ন বেসরকারি কেন্দ্রে দ্বিগুণ খরচে কোভিড টেস্ট করাচ্ছেন।
আর্মি স্টেডিয়াম কোভিড টেস্ট সেন্টারের চিকিৎসক ডা: তামিম ঘুরিয়ে ঘুরিয়ে এর পরিপাটি ব্যবস্থাপনা দেখালেন যেটা অনেক বেসরকারি সেন্টারের ভীড়ের তুলনায় অত্যন্ত আকর্ষণীয়।