রাউজান পৌরসভায় উন্নয়নের ছোয়া, খাল খনন কাজের শুভ উদ্বোধন
কৃষকের দুঃখ দূর্দশা লাঘবের নিমিত্তে রাউজান সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ও রাউজান পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ছত্রপাড়া এলাকার বেরুলিয়া খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২১জানুয়ারি বিকালে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধান অতিথি থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন।
আজ শনিবার (২২জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
এসময় এলাকাবাসির পক্ষ থেকে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তারা বলেন এই খাল খননে অত্র এলাকার শত শত কৃষকের কৃষি কাজে ব্যাপক ভূমিকা রাখবে ও কৃষিকাজ সহজ হবে। পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবক মোহাম্মদ এনামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির।
এসময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ ওসমান, মাষ্টার মোহাম্মদ মফিজ, ডাক্তার প্রদীপ কুমার দাশ, যুবলীগ নেতা মোহাম্মদ জামশেদ গনি, জসিম সিকদার, মোহাম্মদ রিদোয়ান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ নবীর,মোহাম্মদ হাশেম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ বকর, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আরিয়ান, মোহাম্মদ আকিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খাল খনন উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র এলাকার আরো পরিকল্পিত বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।