মেয়ের ধর্ষককে আদালতের সামনেই গুলি করে হত্যা!

0 188

মেয়ের ধর্ষককে আদালতের গেটের সামনে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। গত শুক্রবার (২১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গুলিতে মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। দুই মাস আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। তখন দুপুর একটা নাগাদ। দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান প্রাক্তন বিএসএফ জওয়ান ভগবত নিশাদ এবং তার ছেলে নন্দলাল।

অভিযোগ, এর পরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিলশাদকে গুলি করার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ভগবত ও তার ছেলে।

Leave A Reply

Your email address will not be published.