চলন্ত ট্রেনে ধর্ষণের চেষ্টা, ফেসবুক লাইভে সাহায্য কামনা!

0 204

পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেনে মহিলা কামরায় এক নারীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি)  রাতে কলকাতার অদূরে দমদম থেকে শিয়ালদহ আসার পথে চলন্ত ট্রেনের মহিলা কামরা প্রায় ফাঁকা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই যুবক। নিগৃহীত নারী কলকাতার শিয়ালদহ স্টেশনে নেমে রেল পুলিশের কাছে অভিযোগ জানান। পরে এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়। নিউ আলিপুর এলাকার বাসিন্দা ওই নারী পেশায় ট্যাটু শিল্পী। কাজ থেকে ফেরার পথে শান্তিপুর লোকাল ট্রেনে ওঠেন। রাতের ট্রেনে মহিলা কামরা ফাঁকা ছিল। দমদম থেকে এক যুবক মহিলা কামরায় উঠে পড়ে। কামরায় উঠেই সে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে। বাঁচার চেষ্টায় আক্রান্ত নারী সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ শুরু করেন। তা দেখেও যুবক না দমে বরং হুমকি দিতে থাকে। এক পর্যায়ে সে গায়ে হাত দিয়েছিল বলেও অভিযোগ করেন ওই নারী। শিয়ালদহ স্টেশন ঢোকার আগে গতি কমতেই ট্রেন থেকে নেমে যায় যুবকটি। পরে ট্রেন থেকে নেমে শিয়ালদহ আরপিএফের কাছে অভিযোগ জানান ওই যুবতী।

 

Leave A Reply

Your email address will not be published.