ফের বিয়ে সারলেন পরীমণি, কাবিন ১০১ টাকা
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীমণির এবারের বিয়েতে দেনমোহর ধার্য হয়েছে ১০১ টাকা। আর উকিল বাবা হয়েছেন শরিফুল রাজ অভিনীত প্রথম ছবি ‘আইসক্রিম’ এর নির্মাতা রেদোয়ান রনি।
গত শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে বিয়ের আনুষ্ঠিকতা সেরেছেন পরীমণি ও রাজ। বিয়েতে উপস্থিত থাকা একজন অতিথি এসব তথ্য নিশ্চিত করেছেন।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করার সময় দু’জনের পরিচয়। তারপর প্রেম। এরপর বিয়ে গত বছরের ১৭ অক্টোবর। পরে বিয়ের খবরের সঙ্গে পরীর মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে আনেন রাজ ও পরী। সে বিয়ে এবং আজকের বিয়ে নিয়ে পরীমণির ভাষ্য, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আমরাও বর-বধু তেমন করে সাঁজা হয়নি। তাই তাই নতুন করে আনুষ্ঠানিকভাবে আমাদের বর-বধু সাঁজতে হলো।
শুক্রবার সন্ধেয় তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুষ্ঠানে অতিথি ছিলেন সর্বসাকুল্যে ২০ জন৷ রাজ ও পরীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরাই মূলত উপস্থিত ছিল অনুষ্ঠানে৷ গায়ে হলুদে উপস্থিত ছিলেন তিন পরিচালক চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও রেদওয়ান রনি৷ তাঁরা জানান, পরী ও রাজের আনুষ্ঠানিক গায়ে হলুদ ও বিয়ের কথা৷
গত বছরের ৪ আগস্ট পরীমণিকে তার ঢাকার অভিজাত পল্লি বনানীর বাড়ি থেকে মাদক-সহ আটক করে বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারপর থেকেই শিরোনামে পরীমণি। সম্প্রতি বোমা ফাটান তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন। সন্তানের জন্মের আগেই নামও ঠিক করে ফেলেছেন। স্থির করেছেন ছেলে হলে নাম রাখবেন রাজা। আর মেয়ে হলে তাকে রানি বলেই ডাকবেন। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে পরীমণি ও শরিফুলের।