বিয়ের আসরে হবু স্বামীর চড়, বিয়ে ভেঙ্গে দিলেন তরুণী!
বিয়ের আসরে এক আত্মীয়ের সাথে নাচায় হবু স্ত্রীকে চড় মেরেছেন এক যুবক। এরপর ওই তরুণী বিয়ে ভেঙ্গে দিয়ে তার এক আত্মীয়কে বিয়ে করেন।
ভারতের তামিলনাড়ুর কুদ্দালোর জেলায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি কদমপুলিউর গ্রামে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ১৯ জানুয়ারি স্থানীয় রীতি অনুযায়ী তাদের বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই ডিজের তালে তালে নাচছিলেন হবু বর-কনে। এ সময় হবু কনের আত্মীয় এক যুবক এসে তাদের সঙ্গে নাচতে শুরু করেন। এতে হবু বর রেগে নিয়ে তরুণীকে চড় মারেন। তখনই বিয়ে ভেঙ্গে দেন ওই তরুণী। তার বাবা-মাও মেয়ের সিদ্ধান্তে সম্মতি জানান। পরে নিজেদের আত্মীয়ের মধ্য থেকে এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন তারা। নির্ধারিত দিনেই মেয়ের বিয়ে দেন তারা।
এই ঘটনার পরে স্বভাবতই মুষড়ে পড়েছেন হবু স্বামী। গত কয়েকমাস আগে তাঁদের বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন দুতরফের অভিভাবকরা। প্রত্যাখ্যাত বর পানরুটি থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, বিয়ের আয়োজন বাবদ তার পরিবারের সাত লাখ রুপি খরচ হয়েছে। সেই অর্থের জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।