ওর বিচারের অপেক্ষায় আছি: সুবাহ
অভিনয় দিয়ে সাড়া না জাগাতে পারলেও ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দেশজুড়ে আলোচনায় ছিলেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।
সেই সুবাহ গত দুই মাস ধরে ফের আলোচনায়। এবার নাসির নয়, গায়ক ইলিয়াসের সঙ্গে তার বিয়ে এবং দাম্পত্য কলহের বিষয়গুলো উঠে আসছে গণমাধ্যমে।
সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে ভালোবেসে বিয়ে করলেও এক সপ্তাহ না পেরোতে ওই সম্পর্কেও ভাঙনের সুর বাজছে।
ইলিয়াসের বিচার চাইলেন সুবাহ। ইলিয়াস থেকে মুক্তি চান তিনি। ইলিয়াসের বিচারের অপেক্ষায় দিন গুনছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে গণমাধ্যমকে সুবাহ বলেন, ‘ইলিয়াসের কাছ থেকে মুক্তি চাচ্ছি। ইলিয়াস আমার সঙ্গে অন্যায় করেছেন। আমি তার শাস্তি চাই, ওর বিচারের অপেক্ষায় আছি।’
ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন মামলা করেছেন সুবাহ। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলাও করেছেন সুবাহ।
জানা গেছে, দুটি মামলা গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন সুবাহ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করেন সুবাহ। সুবাহর এটি প্রথম বিয়ে হলেও ইলিয়াসের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইলিয়াস।