আমরা ক্ষমতায় এলে ১২ লাখকে ৫০ লাখ বানাব: মিশা

0 410

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় ও সফল খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন, আমাদের শিল্পী সমিতির এবারের ফাণ্ডে আমরা ১২ লাখ টাকা জমা রেখেছি। এবারের নির্বাচনে আমরা জয়ী হলে বা আমাদের প্যানেলে এলে শিল্পীদের এই ১২ লাখকে আমরা ৫০ লাখ করে যাবো ইনশাল্লাহ।

আগামী ২৮ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এফডিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করছে। একটি ইলিয়াস কাঞ্চন- নিপুণ পরিষদ অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান পরিষদ।

নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হয়ে গেলো মিশা-জায়েদ পরিষদের প্যানেল পরিচিতি। যেখানে কথাগুলো বলেন মিশা। পাশাপাশি বলেন তাদের প্যানেলের মতো প্যানেল আর পাবেন না। এখানে সবাই যোগ্য ও সাংগঠনিক ও কাজের।

Leave A Reply

Your email address will not be published.