‘মানবাধিকার লঙ্ঘন হয়নি, জঙ্গিবাদ দমনে কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাষ্ট্রদূতকে আমি বলেছি, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটেনি, জঙ্গিবাদ দমন করতে কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।
গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসনের সাথে বৈঠকে বলেছেন এসব কথা বলেন তিনি।
বৈঠকে পিটারসনকে মন্ত্রী জানান, যা কিছু করা হয়েছে তাও নিয়মের মধ্যে থেকেই করা।
বৈঠক শেষে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমরা ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিশ্বাস করি। এটাই আওয়ামী লীগের মূলনীতি’। জঙ্গিবাদ কঠোরভাবে দমন না করলে দেশকে চড়া মূল্য দিতে হতো আর অর্থনৈতিক উন্নতিও বাধাগ্রস্ত হতো বলে ডেনিশ রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগ করতে চায় ডেনমার্ক। বাংলাদেশি কৃষিপণ্য এবং ফলকে বিভিন্নভাবে রূপান্তরিত করে সেদেশে রফতানি করবে তারা।
গত ডিসেম্বরে র্যাবের বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই প্রসঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশ কখনো মানবাধিকার লঙ্ঘন করতে পারে না।
‘জঙ্গিবাদ কঠোরভাবে দমন না করলে আমাদের অনেক চড়া মূল্য দিতে হতো। আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটি বাধাগ্রস্থ হতো।’