ইংল্যান্ডে উঠে যাচ্ছে বিধিনিষেধ, বাধ্যতামূলক নয় মাস্ক

0 193

করোনায় বিধ্বস্ত ইংল্যান্ডে এবার উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। করোনা টিকা প্রদান কার্যক্রম সফল হওয়ায় গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে যুক্তরাজ্যের সর্বত্রই। ফলে হাসপাতালে ভর্তির হারও কমে এসেছে। সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে ইংল্যান্ডের কোথাও বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পরতে হবে না। নৈশক্লাব ও জনসমাবেশ হয় এমন স্থানে প্রবেশে কোভিড পাসও লাগবে না। ইংল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অন্যান্য ফ্লুয়ের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা দেওয়া হয়, মহামারী পরবর্তী পর্যায়ে কোভিড-১৯ এর চিকিৎসার বিষয়েও সেরকম পরিকল্পনা করছেন তারা। যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হলেও স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড জনস্বাস্থ্য বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকে। তারাও করোনা বিধিনিষেধ শিথিল করেছে।

Leave A Reply

Your email address will not be published.