করোনা রোধে খুলনায় কোচিংসেন্টারে অভিযান, ১০ মামলা

0 469

সরকারি বিধিনিষেদ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় খুলনা মহানগরীর অভিযান চালিয়ে ১০টি মামলায় সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সুত্রমতে, অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা। এসময় স্বাস্থ্যবিধি অমান্য ও লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারীকে জরিমানা করা হয়। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

এসময় কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ বলবৎ থাকা অবস্থায় বন্ধ রাখার জন্য এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স গ্রহণ করেনি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.