কৃষিখাতে উন্নয়ন বৃদ্ধি করতে পারলে রাউজানের সৌন্দর্য্য আরো বেড়ে যাবে- এম.পি মহোদয়

0 179

গত ২৮ জানুয়ারি রোজ শুক্রবার সকালে নগরীর পাথরঘাটাস্থ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।

রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি তথ্যটি নিশ্চিত করেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয় বলেছেন, কৃষিখাতে উন্নয়ন বৃদ্ধি করতে পারলে রাউজানের সৌন্দর্য্য আরো বেড়ে যাবে,কৃষিকাজে সহযোগিতা ও কৃষকদের আন্তরিক উৎসাহ প্রদানে উন্নয়ন সম্ভব।

রাউজানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে বৃদ্ধাশ্রম ও নাতনি পুতুলের স্বপ্নের অটিস্টিক সেন্টার নির্মিত হতে যাচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে  তিনি বলেন রাউজানের যে কোন সমস্যা ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সাংবাদিকরা অগ্রভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, প্রতিবছর রাউজানে যে অতিথি পাখির আগমন ঘটে, তা আমাদের গর্ব ও  ঐতিহ্য। এ অতিথি পাখির আগমনের অন্যতম স্থান হচ্ছে রাউজান কদলপুরের লস্কর উজির দিঘি। আর এ দিগির অতিথি পাখির দৃশ্য প্রথমবারের মত রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকায় সুন্দরভাবে তুলে ধরায় রাউজান প্রেস ক্লাবের ভূয়সি প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, নাজিম উদ্দিন মিঞাজী, যুগ্ম আহবায়ক দিদারুল আলম , মোজাফফর হোসাইন সিকদার, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সরোয়ার রানা, কেএম বাহাউদ্দীন, মোহাম্মদ রবিউল হোসেন রবি, একে বাবর, সংগঠনের সদস্য সচিব আনিসুর রহমান, ইরফাত হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, এডভোকেট দীপক কান্তি দত্ত, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুমদ দে, ম্যালকম চক্রবর্তী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.