কমানো হলো বুস্টার ডোজের বয়সসীমা

0 169

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এছাড়া, দেশে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হলেও জানান তিনি। এর আগে প্রথমে ৬০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছিল সরকার। পরবর্তীতে তা কমিয়ে ৫০ বছর করা হয়।

এবার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া দেশে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হলেও জানান তিনি।

এছাড়া, সরকার গত মাস থেকে করোনার টিকার নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেওয়া শুরু করে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

প্রসঙ্গত,  দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.