শরীরে ৭ মাস বেঁচে থাকে করোনা

0 191

করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর কিছুদিনের মধ্যে দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলেই নিশ্চিন্ত। ভাইরাস ছেড়ে দিচ্ছে দেহ। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা যাচ্ছে যে এক-দুইমাস নয়, বরং বেশ কিছু লোকের মধ্যে প্রায় ৭ মাসেরও বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস।

ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব সাও পাওলো (ইউএসপি) এবং ব্রাজিলের অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন (ফিওক্রুজ) এর গবেষকরা ৩৮ জন ব্রাজিলিয়ান রোগীকে নিয়ে এই গবেষণা করেছেন।

ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, ৩৮টি কেসের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলার দেহে ৭০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাসের ক্রমাগত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকী এও দেখা ৩৮ বছর বয়সী ব্যক্তির দেহে ২০ দিন টানা উপসর্গ দেখা যায়।

করোনা ভাইরাসের নয়া রূপও ধরা পড়ে ওই ব্যক্তির দেহে। ২৩২ দিন ধরে সক্রিয় ছিল ভাইরাসটি। এমনকী দেহ মধ্যস্থ মিউটেশনও হয় বলে দাবি গবেষকদের।

বলা হয়েছে, ‘যদি ওই ব্যক্তিকে ক্রমাগত চিকিৎসার মধ্যে রাখা না হত, আইসোলেশনে রাখা না হত তাহলে সাত মাস জুড়ে তিনি ভাইরাস ছড়িয়ে যেতেন।’

এই রিপোর্টের লেখক, ম্যারিয়েলটন ডস পাসোস কুনহা বলেছেন, ‘এই ফলাফলের ভিত্তিতে, আমরা বলতে পারি যে সার্স-কোভ-২ তে সংক্রামিত প্রায় ৮ শতাংশ মানুষের শরীরে দুই মাসেরও বেশি সময় ধরে ভাইরাস থাকছে। অর্থাৎ তাদের থেকে সংক্রমণ ছড়াতে পারে।’

Leave A Reply

Your email address will not be published.