বিএমএসএফ চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি-২০২২ গঠন আহবায়ক কে এম রুবেল, সদস্য সচিব মোঃ হোসেন

0 570

সাংবাদিকদের অঙ্গ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) বর্তমান চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আহমেদ আবু জাফর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক কে এম রুবেল, সদস্য সচিব হিসেবে মো: হোসেন ও ৫ জন যুগ্ম আহ্বায়কসহ ৩৪ জন সদস্য নিয়ে সর্বমোট ৪১ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ সোহেল, এবি জিয়া উদ্দিন , মো: ইয়াসিন, মহিউদ্দিন, খায়রুল ইসলাম।

পূর্ণাঙ্গ তালিকার পিডিএফ দেওয়া হলো:

কে এম রুবেল আহবায়ক মঞ্জুর আহমেদ সোহেল যুগ্ম আহবায়ক ১ এবি জিয়া উদ্দিন যুগ্ম আহবায়ক ২ ইয়াছিন আরাফাত যুগ্ম আহবায়ক ৩ খাউরুল ইসলাম যুগ্ম আহবায়ক ৪ মোঃ মহিউদ্দিন
মোঃ হোসেন সদস্য সচিব আহবায়ক কমিটির  সদস্যরা হলেন, আব্দুল গুফর, মো রায়হান, নেছার আহম্মেদ শেখ আহম্মেদ শাকিল,মোসলেহ উদ্দিন বাহার, শিবলী শাখওয়াত, আবুল খায়ের, মনীষা আচার্য, এম এ হালিম, ইমাম হোসেন ইমন, দিদারুল আলম, শান্ত ইসলাম দিপু, আসিফ খন্দকার, আব্দুল আল নোমান শুভ, মোঃ শাহিন আলম, আসিবুর রহমান, নাদিম শেখ,নুরুন নবী, জালাল উদ্দিন, আরিফ হোসেন, সুমন খান, মো সুমন,জুয়েল মাঝি, বশির আহম্মেদ রুবেল, মোঃ মনির, শাহিন সরোয়ার,আবুল কালাম, সেলিম খোকন, নুর হোসেন রাসেল, মোঃ শহিদুল, মোঃ নাছির, রুপা আক্তার, মোঃ সাইদুল হাসান ইসতু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.