২ লাখ পোশাক শ্রমিক পাবেন বিনামূল্যে ডাক্তারের পরামর্শ

0 448

‘ডিজিটাল হসপিটাল’ অ্যাপের মাধ্যমে ২ লাখ পোশাক শ্রমিক বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পাবেন। ইউএসএআইডি ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ডিজিটাল হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। একইসঙ্গে তৈরি পোশাক কারখানার স্বাস্থ্য সেবাকর্মীদের কোভিড-১৯ বিষয়ক সচেতনতা ও জ্ঞান বাড়াতেও সহায়তা দেবে অ্যাপটি।

গতকাল রোববার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল হাসপাতাল ‘সবার জন্য সুস্বাস্থ্য’ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি এর আগে বিজিএমইএ ও বেপজার অধীনে কারখানাগুলোর সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন বাস্তবায়িত ইউএসএআইডির ‘মামনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প: কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারিতে জরুরি সহায়তা প্রকল্প’ সফল করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ উদ্যোগের দ্বিতীয় পর্যায়ে দুই লাখ পোশাক শ্রমিক চর্মরোগ, মনোরোগ, স্ত্রীরোগ, মেডিসিন ও শিশুরোগসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী পরামর্শ নিতে পারবেন।

ডিজিটাল হসপিটালের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, আমাদের বিশ্বাস এ উদ্যোগের মাধ্যমে আমরা পোশাক শ্রমিকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারব। এ উদ্যোগের মাধ্যমে সবাই বিশেষ করে নারীদের এখন স্বাস্থ্যবিধি, মাতৃস্বাস্থ্য ও ডেলিভারি-পরবর্তী সচেতনতা নিয়ে সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.