রাউজানে পরিবেশ রক্ষাই ব্যতিক্রমধর্মী কার্যক্রম
রাউজান পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ দরিদ্র মানুষদের কাছ থেকে প্রতিবস্তা ২০০টাকা করে দিয়ে এসব ময়লা আর্বজনা ক্রয় করে নেন।
আজ সোমবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী।
গত ৩০ জানুয়ারি রবিবার, রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে সকাল থেকে শুরু হয় অপচনশীল ময়লা আর্বজনার ক্রয়ের হাট, এই হাটে রাউজান পৌরসভার মেয়র একজনেই ক্রেতা।
জানা যায়, চলতি বছরের শুরুতে পৌরসভার পক্ষ থেকে নেওয়া প্রতি বস্তা প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনার জন্য ১শত টাকা করে প্রদান করার কর্মসূচী গ্রহণ করা হয়। কেউ যদি ১ বস্তা আবর্জনা পৌরসভা বরাবর পৌঁছে দেয় তাহলে তার গাড়ি ভাড়া সহ ২শত টাকা করে প্রদান করা হবে, আর কারও আবর্জনা যদি বাসা থেকে গিয়ে পৌরসভার গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে তাদের ১শত টাকা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান,সহ রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।