সিলেটে ভোটের দিনে প্রার্থীর মৃত্যু

0 188

সিলেটের ওসমানীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে মারা গেছেন মেম্বার পদপ্রার্থী মো. জদু মিয়া (৫২)।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার সময় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জাফর উল্লাহের ছেলে। ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে প্রার্থী ছিলেন।

জানা যায়, জদু মিয়া গত কিছু দিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

তার মামাতো ভাই ফয়জুল ইসলাম বলেন, গত ৫ দিন যাবৎ তিনি বিছানায় ছিলেন। সকালে আত্মীয়-স্বজন সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলেন। আমারা ভোট কেন্দ্রে থাকাবস্থায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

ওসমানীনগর থানা পুলিশ সদস্যরাও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তারা জদু মিয়ার বাড়িও পরিদর্শন করেছেন।

এদিকে এমন মৃত্যুতে এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.