করোনায় ভারতে একদিনে শনাক্ত কমেছে,মৃত্যু ৯৪০

0 182

মহামারি করোনার ভ্যারিয়েন্ট ডেল্টার কারণে চলতি বছরের শুরু দিকে ভারতে করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এ বছরেই সংক্রমণ গিয়েছিল লাখের ঘরে। মৃত্যুতেও নতুন হয়েছে রেকর্ড। ওমিক্রনে ফের দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৪৪০। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৯৪০ জনের। এর আগের দিন এই সংখ্যা ছিল ৮৯২ জন। সব মিলিয়ে ভারতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৪ হাজার ১১০ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ২৬৮ জন।

Leave A Reply

Your email address will not be published.