শিক্ষার্থীকে এসিড নিক্ষেপ: স্বামী গ্রেফতার

0 250

সাটুরিয়ার চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলার একমাত্র আসামি নাঈম মল্লিককে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গত ২৯ জানুয়ারি দুপুরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন সাথী আক্তার (২৫) নামের এক নারী এসিড সন্ত্রাসের শিকার হয়। এসিডে ভিকটিম সাথীর মুখে ও শরীরের বিভিন্ন স্থানে, সাথীর ছোট বোন ইতি আক্তার (৮) ও মা জুলেখা বেগম (৩০) এর শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। সাথী সহ তার পরিবারের লোকজনের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পরবর্তীতে সাথীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। বর্তমানে সাথী অ্যাসিডে ঝলসানো মুখ ও শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যারের গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায়, উক্ত হত্যার মূল অভিযুক্ত নাঈম মানিকগঞ্জ সদর থানাধীন সাকরাইল এলাকায় অবস্থান করছে।

গতকাল  মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসা জানায়, গত আড়াই বছর আগে নাঈমের সঙ্গে সাথীর বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে সাথীকে এসিড নিক্ষেপ করে নাঈম।

Leave A Reply

Your email address will not be published.