চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

0 276

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী বা বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। শর্তগলো হলো, উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০’র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

Leave A Reply

Your email address will not be published.