বচ্চন পরিবারে আবার করোনার থাবা

0 231

বচ্চন পরিবারে আবার করোনা থাবা বসিয়েছে। এবার অভিনেত্রী জয়া বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনার প্রথম ঢেউয়ে ছোট্ট আরাধ্যাসহ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই সময় একমাত্র অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন করোনার কবল থেকে রক্ষা পেয়েছিলেন। তবে এবার আর রক্ষা পেলেন না জয়া বচ্চন।

কিছুদিন আগে অভিনেত্রী শাবানা আজমি করোনা সংক্রমিত হয়েছিলেন। শাবানা তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। শাবানা আর জয়া করোনায় আক্রান্ত হওয়ায় করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির শুটিংয়ে প্রভাব পড়বে। কারণ এই দুই অভিনেত্রী করণের এই ছবির মূল দুই চরিত্রে আছেন। ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির শুটিং দিল্লিতে হওয়ার কথা ছিল।

কিন্তু শাবানার পর জয়া করোনা সংক্রমিত হওয়ার কারণে করণ এখন শুটিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। জানা গেছে, এই ছবির শিডিউল ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া বচ্চন।

করণের কমেডি ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’-তে জয়া বচ্চনকে প্রথমবার মজার চরিত্রে দেখা যাবে। আর এই ছবিতে শাবানাকে প্রথমবার এমন এক চরিত্রে দেখা যাবে, যা আগে তিনি কখনো করেননি। করণের এই ছবিতে তিনি আলিয়া ভাটের দাদির চরিত্রে অভিনয় করছেন। আলিয়া, জয়া, শাবানা ছাড়া ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির মূল চরিত্রে রণবীর সিং আর ধর্মেন্দ্র আছেন। এই হাসির ছবিটি আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০২১-এর শেষ থেকেই ভারতে আবারও জাঁকিয়ে বসেছে করোনা। বেড়ে চলেছে সংক্রমণ। ভারতের বিনোদন দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে একের পর এক বলিউড তারকাদের করোনা পজিটিভ হওয়ার খবর মিলছে।

Leave A Reply

Your email address will not be published.