ফিলিপাইনের কোস্টকার্ডে মুসলিম নারী কর্মীদের হিজাব পরার অনুমোদন

0 175

মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব পরার বৈধতা দিয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড কর্তৃপক্ষ।এর মাধ্যমে এখন থেকে দেশটির কোস্টগার্ডের মুসলিম নারী কর্মীরা তাদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেওয়া হয়। দেশটির মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। খবর আরব নিউজের।

ফিলিপাইনে মোট জনসংখ্যা ১১ কোটি। দেশটির কোস্টগার্ডে এক হাজার ৮৫০ জন মুসলিম কর্মী কাজ করছেন। এর মধ্যে নারী কর্মী আছেন ২০০ জন।

ফিলিপাইনের মুসলিম সম্প্রদায় কোস্টগার্ডের এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

গত বছর ফিলিপাইনের কোস্টগার্ডের এক ইমাম মুসলিম নারী কর্মীদের জন্য হিজাব অনুমোদনের দাবি জানিয়ে ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.