ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ

0 227

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীরা আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) শপথ নিচ্ছেন। গতকাল শনিবার আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন জানান, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি আজ বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। শিল্পী সমিতির স্টাডি রুমে শপথের আয়োজন করা হয়েছে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়। তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.