চট্টগ্রামে শিবিরের ঝটিকা মিছিল
ইসলামী ছাত্র শিবিরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) নগরীর বন্দর থানার তালতলা সিরাজুল হক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয়।
সকাল ৭টা ২০ মিনিটে জড়ো হয় শিবিরের নেতাকর্মীরা। পরে মিছিলটি চট্টগ্রাম বন্দর পূর্ব আবাসিক এলাকা জামে মসজিদের সামনে ইউটার্ন নিয়ে তালতলা সিরাজুল হক এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে এসে শেষ হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, শিবিরের মিছিলের বিষয়টি শুনেছি। তবে আমাদের চোখে পড়েনি। আমরা বিষয়টি দেখছি।