মামলা-অভিযোগে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে: ​সিএমপি কমিশনার

0 265

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়ের করা মামলা ও অভিযোগগুলোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

একইসঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সিএমপি কমিশনার বলেন, এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.